ঝাড়খণ্ডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ নারীসহ নিহত ১৪

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: দ্য স্টেটসম্যান

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় একটি বহুতল ভবনে লাগা আগুনে দগ্ধ হয়ে ১০ নারী ও ৩ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ধনবাদের জোড়াফাটাক এলাকায় ১৩ তলা ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।

ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন, 'আগুনে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনো জানা যায়নি।'

ধনবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, এ ঘটনায় ৮ থেকে ১০ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন,  'যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

 

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago