মাদ্রাসা মাঠে ভোর থেকে মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা
আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে রাজশাহীর মাদ্রাসা মাঠে দলের নেতাকর্মীরা। ছবি: স্টার

আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে দলের নেতাকর্মীরা ভোর ৬টা থেকে রাজশাহীর মাদ্রাসা মাঠে আসছেন।

দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ধ্বনি করছেন।

অনেকে আওয়ামী লীগের নেতাদের দেওয়া টিশার্ট পরে সমাবেশস্থলে এসেছেন।

আজ রোববার সকালে মাদ্রাসা মাঠে এ দৃশ্য দেখা যায়।

জনসভাস্থলের ৩টি প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। মিছিল নিয়ে মানুষ জনসভাস্থলে প্রবেশ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় এখানে বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করছেন সমাবেশে ৫ থেকে ৭ লাখ মানুষের সমাগম হবে। প্রায় চার একর জমির এই সমাবেশস্থলে পশ্চিম দিকে ৫ হাজার বর্গফুটের নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশকে ঘিরে ২টি বড় বড় পানির ট্যাংক ছাড়াও শহরের বেশ কয়েকটি স্থানে ৫ লাখ পানির বোতল রাখা হয়েছে।

৭টি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও, বাস-ট্রাকে করে অন্যান্য এলাকা থেকে মানুষ আসছেন।

শহরের চলমান ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। দূর থেকে আসা বাস-ট্রাকগুলো রাখার জন্য প্রধান প্রধান সড়কের একটি করে লেন ব্যবহার করতে বলা হয়েছে।

মিছিল করে আসা মানুষের অনেককে বলতে শোনা গেছে যে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে চান। তারা তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের পাসিং আউটে অংশ নেবেন। এরপর বিকেলে জনসভায় বক্তব্য দেবেন।

Comments

The Daily Star  | English
Impact of Trump trade policies on Bangladesh

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

10h ago