‘খেলতে গিয়ে’ ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

কামরাঙ্গীরচরে 'খেলতে গিয়ে' ছাদ থেকে পড়ে ৯ বছর ও ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।  

আজ শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৫ তলা ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন হয়।'

পরিবারের বরাতে তিনি বলেন, 'খেলতে গিয়ে তারা ২জন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।'

জানতে চাইলে আবদুর রহিমের বড় বোন সাথী আক্তার ডেইলি স্টারকে বলেন, 'আমরা এই ভবনে ভাড়াবাসায় থাকি। পাশের ফ্ল্যাটেই ফুপু, ফুপারা থাকেন। আজ বিকেলে আরেক ছোট ভাই টিভি দেখছিল। আমি আর মা ঘুমিয়ে ছিলাম। কোন ফাঁকে রহিম ও লামিয়া ছাদে চলে গিয়েছে বুঝতে পারিনি। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গেলে হৈচৈ শুনতে পাই। বের হয়ে জানতে পারি তারা দুজন ছাদ থেকে পড়ে গেছে।'

তাদের ২ জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

39m ago