হেলমেটধারী দুর্বৃত্তরা ববি হলে ঢুকে কোপাল ২ ছাত্রলীগ নেতাকে

শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সিফাত (বামে) ও ফাহাদ (ডানে)। ছবি: টিটু দাস/স্টার

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হ‌লে ঢু‌কে ২ ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে জখম করেছেন হেলমেট প‌রি‌হিত একদল দুর্বৃত্ত। ওই ২ ছাত্রলীগ নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ভো‌রে হ‌লের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘ‌টে।

ওই হ‌লে অবস্থানরত প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জিয়া দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'ফজ‌রের আজা‌নের পর সা‌ড়ে ৫টার দি‌কে হঠাৎ ক‌রে হেল‌মেট প‌রি‌হিত ১০ থেকে ১৫ জন ব‌্যক্তি হ‌লে প্রবেশ ক‌রেন। এরপর তারা সব রু‌ম বাইরে ‌থে‌কে আট‌কে দেন। প‌রে তারা ছাত্রলীগ নেতা ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ সিফাত‌কে রুম থে‌কে টে‌নেহিঁচড়ে বের ক‌রে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং জিএম ফাহাদের হাত ভে‌ঙে দেওয়ার পাশাপাশি তা‌কেও কু‌পি‌য়ে জখম ক‌রে‌ন। এরপর আহত অবস্থায় তা‌দের ২ জন‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।'

আহত জিএম ফাহাদ ব‌লেন, 'হামলাকা‌রীরা সবাই হেল‌মেটধারী ছি‌লেন। তবুও তা‌দের শনাক্ত কর‌তে পে‌রে‌ছি। হামলাকা‌রীদের মধ্যে আলীম সা‌লেহী, অমিত হাসান র‌ক্তিম, ‌রিয়াজ মোল্লা, সৈয়দ জিসান আহ‌ম্মেদসহ অন্তত ১০ থেকে ১২ জন ছিলেন। তারা সবাই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ।'

হামলার অভি‌যো‌গ বিষ‌য়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লা দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'সিফাতের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। তারা সিফাতের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তা‌কে প্রতিহত করেছে বলে আমার ধারণা। এ ছাড়া সিফাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় জমি দখল থে‌কে শুরু করে, শিক্ষার্থীদের মারা এবং তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়াসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। বহু মানুষ তার ওপর ক্ষিপ্ত। এখন কারা তার ওপর হামলা করেছে, সেটা বল‌তে পারবে না।'

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলে ডেইলি স্টারকে জানিয়েছেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম।

বিশ্ব‌বিদ‌্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ সিফাত। আর অমিত হাসান র‌ক্তিম পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুখ শামী‌মের অনুসারী হিসেবে পরিচিত।

শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ডেইলি স্টারকে ব‌লেন, 'আহত সিফা‌তের শরী‌রে জখম র‌য়ে‌ছে। তার পা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর ফরহা‌দের শরী‌রে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে জখ‌মের চিহ্ন পাওয়া গেছে এবং তার হাতও ভে‌ঙে ফেলা হ‌য়ে‌ছে। তা‌দের চি‌কিৎসা চল‌ছে।'

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের উপক‌মিশনার আলী আশরাফ ভূঞা ডেইলি স্টারকে ব‌লেন, 'আহত‌দের সঙ্গে কথা ব‌লে‌ছি। তারা সুস্থ হ‌লে আরও ভা‌লোভা‌বে মূল ঘটনা জান‌তে পার‌ব। হামলাকা‌রী কারা, সেই বিষ‌য়টি এখ‌নো নি‌শ্চিতভা‌বে জানা‌ যায়নি। এই ঘটনায় আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।'

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শের-ই-বাংলা হ‌লের প্রভোস্ট আবু জাফর ডেইলি স্টারকে ব‌লেন, 'গণিত বিভাগের মাস্টা‌র্সের শিক্ষার্থী সিফাত ও লোকপ্রশাসন বিভাগের মাস্টা‌র্সের শিক্ষার্থী ফাহা‌দের ওপর অত‌র্কিত হামলায় তারা গুরুতর আহত হ‌য়ে‌ছেন। হামলাকা‌রী‌দের এখনো চি‌হ্নিত করা যায়‌নি। পু‌রো বিষয়‌টি বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন দেখ‌ছে।'

'হামলার পর বিশ্ববিদ্যালয় থমথমে পরিবেশ বিরাজ করছে, হামলার প্রতিবাদে সড়ক অবরোধসহ প্রতিবাদমূলক কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এর আগেও এই ২ গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছিল', বলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম ডেইলি স্টারকে বলেন, 'এই ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। এর আগেও সিফাতের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ দিলেও পরে সেগুলো মিটমাট করে ফেলা হয়েছিল।'

Comments

The Daily Star  | English

A rush to heal exposed banking wounds

In October, a video on social media showed the manager of Social Islami Bank’s Agargaon branch breaking down in tears after enduring harsh verbal abuse from frustrated customers seeking to withdraw cash.

4h ago