ভোলায় কূপ খুঁড়ে পাওয়া গেল গ্যাস

ভোলা নর্থ-২ গ্যাসক্ষেত্রের কূপে পাওয়া গেছে গ্যাস। ছবি: সংগৃহীত

ভোলার নতুন গ্যাসক্ষেত্র ভোলা নর্থ এর ২ নম্বর কূপ থেকে গ্যাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটি থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি, যেটি মোট দেশীয় উৎপাদনের ১ শতাংশের কাছাকাছি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের মধ্যে মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়াও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনেইসহ গ্যাস ও তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী চুক্তির প্রচেষ্টাও অব্যাহত আছে। সরকার আন্তরিক ভাবে কাজ করছে। 

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সারা দেশে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন হয় ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ৪৫০ মিলিয়ন ঘটফুট গ্যাস তরল জ্বালানি হিসেবে (এলএনজি) কাতার ও ওমান থেকে আমদানি করা হয়।

বাকি ঘাটতি আন্তর্জাতিক খোলাবাজার (স্পট মার্কেট) থেকে আমদানি করা হলেও গত জুলাই মাস থেকে এই আমদানি বন্ধ আছে। আসন্ন রমজান ও গরমের মৌসুমে সরকার স্পট মার্কেট থেকে গ্যাস আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ভোলা নর্থ এর ১ নম্বর কূপ থেকে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। কিন্তু পাইপলাইন বা অন্য কোনো অবকাঠামো না থাকায় ভোলার গ্যাস ব্যবহার করা যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

15h ago