মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

International Crimes Tribunal
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন—বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

দণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন—মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

তাপস কান্তি বল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই মামলায় মোট ৯ জন আসামি ছিলেন। তাদের মধ্যে কারাগারে ছিলেন ২ জন। কারাবন্দি অবস্থায় বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এ ছাড়া, পলাতক আরও একজন মারা গেছেন। বাকি ৬ আসামি পলাতক।

আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছিল। আদালতে ৬টি অভিযোগই প্রমাণিত হয়েছে।

২০১৮ সালের ৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago