রিজওয়ানের মতে, ‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’

Mohammad Rizwan
মোহাম্মদ রিজওয়ান। ছবি: ফিরোজ আহমেদ

৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই মোহাম্মদ রিজওয়ান হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটের বড় নাম। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে অবিশ্বাস্য ধারাবাহিকতা দিয়ে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকেই রাখছেন নিজেকে। এরকম একজনকে কাছে পেলে তরুণদেরও অনেক কিছু শেখার থাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা এই পাকিস্তানি ক্রিকেটার জানালেন, বাংলাদেশের তরুণরা শেখার জন্য থাকেন উদগ্রীব। বিশেষ করে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে বেশ মনে ধরেছে তার।

এবার বিপিএলে কুমিল্লার হয়ে চার ম্যাচ খেলেছেন রিজওয়ান। তার ব্যাট থেকে এসেছে এক ফিফটি। নিজের ঘরানা অনুযায়ী প্রান্ত ধরে রাখার কাজটা করে যাচ্ছেন এই ডানহাতি। স্ট্রাইকরেট কম থাকলেও এক পাশে টিকে থাকার ভূমিকা পালন করছেন।

রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের আগে জানালেন, কুমিল্লার ক্যাম্পে থাকা স্থানীয় তরুণ ক্রিকেটাররা তাকে করছেন মুগ্ধ। বিপিএলে তাদের দেখে বাংলাদেশের আগামী বেশ উজ্জ্বল মনে হচ্ছে তার,  'বাংলাদেশের ছেলেরা সবার কাছ থেকে শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেককে দেখছি। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে।'

Mohammad Rizwan with BD players
মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা। তার ডান পাশে বসে আছেন তানভীর ইসলাম

এবার বিপিএলে সবগুলো দলেই পাকিস্তানি খেলোয়াড়দের আধিক্য। অন্য দলে থাকা স্বদেশীদের কাছ থেকেও বাংলাদেশের স্থানীয় ক্রিকেটার সম্পর্কে ইতিবাচক বার্তা পাওয়ার কথা জানালেন রিজওয়ান,  'তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়। আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানোর বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি।'

Comments

The Daily Star  | English
explosions at Jammu airport today

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

2h ago