সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক বাবুল মিয়া এবং যাত্রী আনহার মিয়া ও রেজাউল মিয়া।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের সুলতানপুর-গহরপুর সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অটোরিকশাটিতে এক শিশু ও এক নারীসহ ৫ যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী আনহার মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রেজাউলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।'

গুরুতর আহত ৩ যাত্রী সোনা মিয়া, রোজিনা বেগম ও আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

1h ago