জাবিতে ‘হিম উৎসব’ শুরু ২৪ জানুয়ারি

হিম উৎসবের চতুর্থবারের অয়োজনে আয়োজকদের একাংশ। ছবি: সংগৃহীত

'রুপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী' এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগরে শুরু হতে যাচ্ছে হিম উৎসব। শীতকে বরণ করে নিতে 'পরম্পরায় আমরা' প্ল্যাটফর্মের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবটির আয়োজন করা হয়।

৩ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী 'হিম উৎসব' ২৪ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

২৪ জানুয়ারি বিকেল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবটি শুরু হবে। বিভিন্ন ধরনের লোকগীতি, গ্রামীণ খেলা, নাচ, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা, দিনব্যাপী চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আয়োজিত হবে এবারের হিম উৎসব।

উৎসবের অন্যতম আয়োজক মৌটুসী রহমান ডেইলি স্টারকে বলেন, 'হিম উৎসব আমাদের স্থানীয় শিল্প ও সংস্কৃতির ওপর গুরুত্ব দিতে আয়োজন করা হয়। এই উৎসব সাধারণত জনগণের টাকায় আয়োজিত হয়। আমরা কয়েকমাস ব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে টাকা তুলে থাকি। এবারও আমরা বিগত বছরগুলোর মতো পথে পথে বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করেছি।'

আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, 'এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান, খেলাধুলা, গানকে শহরের মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের মতো শিক্ষার্থী যারা আমাদের গ্রামীণ, ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাদের সামনে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো কর্পোরেট হস্তক্ষেপ আশা করি না বলে কোনো স্পন্সরশিপ নিই না। সম্পূর্ণ জনগণের টাকায় এই উৎসবের আয়োজন করা হয়।'

বিগত বছরগুলোতে সারা দেশ থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শকসহ কয়েক হাজার সঙ্গীতপ্রেমী বিশ্ববিদ্যালয়ে এই উৎসবে অংশ নিয়েছেন।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

45m ago