মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন ৯ সেপ্টেম্বর

মালদ্বীপের নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার দেশটির রাজধানী মালেতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

দেশটির নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিক বলেন, '৯ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হলে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।'

তিনি বলেন, 'এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৮০ হাজার, যা গত ২০১৮ সালের নির্বাচনের চেয়ে ২১ হাজার জন বেশি। আগামী ২ মে ভোটার তালিকা প্রকাশ করা হবে।'

নির্বাচন কমিশনের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হাবীব বলেন, 'শিগগির জাতীয় অভিযোগ ব্যুরো ও অ্যাটল কমপ্লেন্টস ব্যুরো গঠন করা হবে।'

কমিশন জানায়, এবারের নির্বাচনে রাজধানী মালেতে ১৪৬টি, হুলহুমালেতে ৪৭টি, ভিলিমালে ১০টি, অ্যাটলে ২৩৭টি এবং দেশের বাইরে ১২টি ব্যালট বক্স স্থাপন করা হবে।

প্রেসিডেন্ট প্রার্থীরা আগামী ২৩ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়ন জমা দিতে পারবেন। ১০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচার শুরু করার সুযোগ পাবেন এবং ৮ সেপ্টেম্বর প্রচারাভিযান বন্ধ হবে।

এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তারা হলেন, বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ, মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) চেয়ারপারসন মোহাম্মদ নাজিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির।

জুমহুরি পার্টি (জেপি) এবং মালদ্বীপ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স (এমডিএ) জানিয়েছে, তারা নির্বাচনে প্রার্থী দেবে।

বিরোধী দল পিপিএম-পিএনসি জোট তাদের নেতা সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে।

ফৌজদারি আদালত গত বছরের ২৫ ডিসেম্বর ইয়ামিনকে অর্থপাচার ও ঘুষ গ্রহণের অপরাধে ১১ বছরের কারাদণ্ড দেয়।  তাই উচ্চ আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago