মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান

মালদ্বীপ
মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ। ছবি: সংগৃহীত

মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসী সমস্যা সমাধানে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইমিগ্রেশন জানায়, অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে। 

এতে আরও জানানো হয়, অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং আইনের আওতায় আনা হবে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের উদ্দেশ্য মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা কমানো এবং কাজের জন্য মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের অবস্থানের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা। 

এছাড়া, অভিবাসী কর্মীদের কাজে নিয়ে আসা ব্যক্তি, সরকারি মন্ত্রণালয়, বিদেশি দূতাবাস, নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়াও এ অভিযানের উদ্দেশ্য।

অভিযান চলাকালে অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ অনুমোদন ছাড়া মালদ্বীপে বসবাসরতদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।

মালদ্বীপে বিপুল সংখ্যক অভিবাসী আছেন, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হয়।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

8m ago