সর্বোচ্চ ১২ শতাংশ সুদে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো
বাংলাদেশ ব্যাংক আজ ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদের হারের নীতি শিথিল করেছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমান পর্যায় থেকে উর্ধ্বে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়াতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংক এখন চাইলে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত সুদে ভোক্তা ঋণ দিতে পারবে। এতদিন এ ক্ষেত্রে সুদের সর্বোচ্চ হার ছিল ৯ শতাংশ।
একইভাবে, আমানতের ক্ষেত্রে প্রদেয় ন্যুনতম সুদের হারও প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
২০২০ সালের এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হারের নীতি বজায় রেখেছে।
Comments