শীতে গাড়ির যত্নে প্রয়োজনীয় কিছু পরামর্শ

শীতে গাড়ির যত্নে প্রয়োজনীয় কিছু পরামর্শ

শীতকালে প্রতিকূল আবহাওয়া গাড়ির কর্মক্ষমতা এবং আয়ুষ্কাল কমিয়ে ফেলতে পারে। এ কারণে গাড়ির জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। শীতকালে গাড়ির যত্নে কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আজকের আয়োজন-

ব্যাটারির দিকে লক্ষ্য রাখা 

ঠান্ডা আবহাওয়ায় গাড়ির ব্যাটারির কর্মক্ষমতা তাড়াতাড়ি কমে আসে। এ জন্য শীত আসার আগেই ব্যাটারির ত্রুটি পরীক্ষা করে নেওয়া উচিত। ৩ বছরের বেশি পুরনো হলে ব্যাটারি বদলে নেওয়াই ভালো। 

শীতকালে গাড়ির জন্য প্রয়োজনীয় অ্যান্টিফ্রিজ, ইঞ্জিন অয়েল, উইন্ডশিল্ড ওয়াশার অয়েল মজুদ করে রাখা প্রয়োজন। এগুলোর সঠিক ব্যবহার শীতে গাড়িকে ঠিকমতো কর্মক্ষম রাখতে এবং শীতজনিত ক্ষয়ক্ষতি কমাতে কাজে দেয়।

সঠিক টায়ার ব্যবহার

শীতকালে নিম্নচাপের কারণে টায়ারের বাতাস কমে যায়। এজন্য গাড়ি চালানোর আগে টায়ারের বাতাস পরীক্ষা করে নেওয়া উচিত। শীতকালের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য গাড়ির টায়ারের প্রয়োজনীয় ট্রেড ডেপথ আছে কি না তা নিশ্চিত হতে হবে। তীব্র তুষারপাত হয় এমন জায়গায় গাড়িতে উইন্টার টায়ার কিংবা টায়ার চেইন ব্যবহার করা উচিত। 

পরিচ্ছন্নতা 

তুষার, বরফ, লবণ প্রভৃতি গাড়ির বাইরের অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের দেশে বরফ না পড়লেও শীতে নিয়মিতভাবে গাড়িটি পরিষ্কার এবং ওয়্যাক্স করানো প্রয়োজন। 

জরুরি সরঞ্জাম রাখা 

শীতকালে রাস্তায় চলাচলের সময়ে প্রয়োজন পড়তে পারে এমন সব জরুরি সরঞ্জাম গাড়িতে রাখা উচিত। যেমন, কম্বল, ফ্ল্যাশলাইট, গরম কাপড়, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি। 

নিয়মিত রক্ষণাবেক্ষণ 

নিয়মিত অভিজ্ঞ কারিগর বা প্রতিষ্ঠানে গাড়ির বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজগুলো করা উচিত। শীতের অজুহাতে এই কাজগুলো মোটেও অবহেলা করা উচিত নয়। বিভিন্ন সময় গাড়ির বিভিন্ন যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে। এগুলো তাড়াতাড়ি শনাক্ত করা গেলে অল্প খরচেই তা থেকে পরিত্রাণ পাওয়া যায়। 

এ ধরনের কিছু সহজ উপায় মেনে চললে শীতকালেও গাড়িটি ভালো রাখা সম্ভব। নিয়মিত সঠিক যত্ন গাড়িকে রাখবে কর্মক্ষম এবং এতে করে পরবর্তীতে মেরামতের সময় এবং খরচ উভয়ই বাঁচবে।  

 

অনুবাদ করেছেন নাফিসা ইসলাম মেঘা
 

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

23h ago