বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা চালু করেছে হুন্দাই

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা চালু করেছে হুন্দাই
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা চালু করেছে হুন্দাই। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গাড়ি উৎপাদন কারখানা চালু করেছে হুন্দাই।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে হুন্দাই গাড়ি উৎপাদন কারখানার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্যাপ্টেন তাজুল ইসলাম, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এবং হুন্দাই মোটরস ইন্ডিয়ার সিইও উনসু কিম।

বিশেষজ্ঞদের মতে, হুন্দাইয়ের অটোমোবাইল কারখানা স্থানীয় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি কেনার সুযোগ করে দেবে। এটি বাংলাদেশের অটোমোবাইল প্রযুক্তি খাত ও শিল্প উন্নয়নেও অবদান রাখবে।

এর আগে ঘোষণা করা হয়েছিল, ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে তাদের হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হুন্দাই সেডান এবং এসইউভি উৎদন করবে। এসব যাত্রীবাহী গাড়ির পাশাপাশি গ্রাহকরা পাবেন আসল খুচরা যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সুবিধা।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago