রাশিয়ার পক্ষে ৩০০ চেচেন যোদ্ধা ইউক্রেনে

রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বিশেষভাবে প্রশিক্ষিত ৩০০ চেচেন যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনে চেচেন যোদ্ধা
ইউক্রেনে চেচেন যোদ্ধা। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বিশেষভাবে প্রশিক্ষিত ৩০০ চেচেন যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।

আজ রোববার রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।

রুশ ফেডারেশনভুক্ত চেচেনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্পেশাল পারপাস মোবাইল ইউনিটের (ওএমওএন) প্রায় ৩০০ চেচেন যোদ্ধাকে ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানে' যোগ দিতে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।

গতকাল শনিবার চেচেন নেতা রমজান মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেন, 'আমাদের ভাইদের সহযোগিতা করতে চেচেনিয়া প্রজাতন্ত্রের ন্যাশনাল গার্ডের ৩০০ ওএমওএন আখমাত-১ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।'

গ্রোজনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোদ্ধাদের সেখানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শুরুর পর থেকে চেচেন যোদ্ধারা সেখানে দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago