ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আচরণ ন্যাক্কারজনক: জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের (জেলা জজ) সঙ্গে এজলাস চলাকালে করা আচরণের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান ও সভাপতি এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুঁইয়ার সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'ট্রাইব্যুনাল-১ এর এজলাস কক্ষে বেআইনিভাবে বিচারিক কাজে নগ্ন হস্তক্ষেপ ও বিচারকের সঙ্গে যে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন আচরণ করা হয়েছে, তা অনভিপ্রেত, ন্যাক্কারজনক ও অত্যন্ত দুঃখজনক। এতে বিচার বিভাগের মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।'

'বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নিন্দনীয় ও ঔদ্ধত্বপূর্ণ কাজ করার দুঃসাহস না দেখায়', বিবৃতিতে যোগ করা হয়।

 

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago