টাঙ্গাইলে নির্বাচনী মিছিলে চলন্ত বাসের ধাক্কায় আহত ২, ভাঙচুর

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ধুনাইল এলাকায় উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদে নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করার সময় বাসের ধাক্কায় ২ জন আহত হয়েছেন।

এসময় মিছিলে থাকা অন্যরা ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী বাসটি ভাঙচুর করে ও এক পর্যায়ে বাসে আগুন লাগানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ধুনাইল এলাকায় উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ধুনাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস মিছিলে থাকা দুজনকে ধাক্কা দিলে তারা আহত হন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেখানে মিছিল হচ্ছিল কিনা সেটি আমি জানতাম না। তবে বাসের ধাক্কায় সেখানে ২জন আহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করেছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।'

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago