সবসময় বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছি: মাহিয়া মাহি

মাহিয়া মাহি
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন মাহিয়া মাহি। ছবি: স্টার

চিত্রনায়িকা মাহিয়া মাহি জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই অভিনেত্রী।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছি। আমার এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। আগামীতেও কাজ করতে চাই। এ কারণেই মনোনয়ন নিচ্ছি। আমি গর্বিত যে আওয়ামী লীগের মতো দলের মনোনয়ন কিনতে পেরেছি। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নেন, কাজ করেন, দিক নির্দেশনা দেন- আমি সবকিছু দেখি, তাকে ফলো করার চেষ্টা করি। ছোট পরিসরে এলাকায় সেসব কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে। আমি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ভেতরে লালন করে আসছি।'

তিনি আরও বলেন, 'আমার স্বামী যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাকে বললেন, আমি যদি বড় পরিসরে মানুষের সেবা করতে চায়, জনগণের পাশে থাকতে চায় তাহলে নির্বাচনে আসতে হবে। আমদের জননেত্রী কতো বড়বড় কাজ করেছেন ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। এখন ঘরে বসে অ্যাপসের মাধ্যমে কতো সহজেই জিডি করতে পারি। অন্যদের সেবা করতে পারি।'

'স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন নিয়েছেন সেটার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমার এলাকার মানুষ যেন সেখান থেকে পিছিয়ে না পড়ে সে কারণে মনোনয়ন ফরম কিনেছি। আমাদের  প্রধানমন্ত্রী সব সময় নারী নেতৃত্ব পছন্দ করেন। গতকাল মেট্রোরেলের যে উদ্বোধন হলো সেখানে প্রথম ড্রাইভার ছিলেন নারী। আমি চাই আমাকে নমিনেশন দিয়ে বড় পরিসরে কাজ করার সুযোগ দিবেন। আমি জানপ্রাণ দিয়ে আওয়ামী লীগ করি নমিনেশন না পেলেও এখানকার মানুষের জন্য সবসময় কাজ করে যাব,' বলেন মাহি।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য থাকায় আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Private investment sinks to five-year low

Private investment as a percentage of the gross domestic product has slumped to its lowest level in five years, stoking fears over waning business confidence and a slowdown in job creation.

10h ago