ইরানে ১০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের আশঙ্কা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা
মাহসা আমিনি। ছবি: এএফপি

ইরানে মাহসা আমিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় আটককৃতদের মধ্যে কমপক্ষে ১০০ জনকে সর্বোচ্চ শাস্তি অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে একটি মানবাধিকার গোষ্ঠী।

নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) বরাত দিয়ে বিবিসি আজ বুধবার জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে থাকাদের মধ্যে ৫ নারী রয়েছেন।

আইএইচআর সতর্ক করে জানায় যে, মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া আন্দোলনকারীদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ তাদের পরিবারগুলোকে শান্ত থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা জানান, প্রহসনের বিচারের মাধ্যমে চলতি মাসে ইতোমধ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মোহসেন শেখারি ও মাজিদ্রেজা রাহনাভার্ড নামের ২৩ বছর বয়সী ওই দুজনকে 'ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার' তথাকথিত অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল দেশটির বিপ্লবী আদালত।

মাহসা আমিনিকে হত্যার প্রতিবাদে ইরানে ১০০ দিনের বেশি সময় ধরে তীব্র বিক্ষোভ চলছে।

ইরানের কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে কুর্দি বংশোদ্ভূত নারী মাহসা আমিনিকে সঠিক নিয়মে হিজাব না পরায় গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশ হেফাজতে মারা যান তিনি।

পরিবার ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহসা আমিনিকে মারধর করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে হাসপাতালের কোমায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইএইচআর জানায়, পুলিশের গুলিতে এ পর্যন্ত ৪৭৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৪ শিশু ও ৩৪ জন নারী রয়েছেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago