রাজশাহীর সেই খুকিকে আইসিইউতে স্থানান্তর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন দিল আফরোজ খুকি। ছবি: আনোয়ার আলী/স্টার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকিকে বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

খুকির সামাজিক অবদানের কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে গতকাল বুধবার রাত ১১টায় তাকে আইসিইউতে স্থানান্তর করেছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'নিউরো সার্জারি ওয়ার্ডে আমাদের কর্মী সংখ্যা কম। তাই সেখানে খুকির যে যত্ন নেয়া প্রয়োজন সেটা সম্ভব হচ্ছিল না। পরিচর্যার জন্য তার নিজের কেউ ছিল না। সে কারনে চিকিৎসকরাও তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দিয়েছিল। আইসিইউতে আমাদের যথেষ্ট দক্ষ কর্মী আছে।'

শামীম ইয়াজদানী জানান, খুকির শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত আছে।

গত শনিবার সন্ধ্যায় শহরের লক্ষ্মীপুর এলাকায় হেঁটে হেঁটে পত্রিকা বিক্রি করার সময়ে খুকি ইস্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল মফিকুল আলম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তখন থেকে তিনি হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার স্ট্রোকের চিকিৎসা চলছিল।

প্রায় ৬২ বছর বয়সের খুকি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য তার সংগ্রাম এবং দাতব্য কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত।

তিনি ৩২ বছরের বেশি সময় ধরে রাজশাহী শহরের পথে পথে হেঁটে হেঁটে সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার আয়ের একটা বিশাল অংশ তিনি দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করেন। সরকার ২০২০ সালে তাকে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে সম্মাননা প্রদান করে।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

44m ago