ঢামেকের আইসিইউ থেকে ভুয়া চিকিৎসক আটক

ভুয়া চিকিৎসক
আটক মুনিয়া খান রোজা। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা গতকাল রাতে  নতুন ভবনের আইসিইউ থেকে তাকে আটক করে।

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এলিস মাহমুদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আটক মুনিয়া খান রোজাকে (২৫) আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। 

হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. উজ্জ্বল ব্যাপারী ডেইলি স্টারকে বলেন, 'মেডিকেলের নতুন ভবনের আইসিইউতে এক নারীকে সন্দেহ হলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করা হয়। তিনি চিকিৎসক সেজে রোগীদের ভাগিয়ে নেওয়ার পাশাপাশি মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরি করতেন বলে আমাদের ধারণা।'

পুলিশ জানায়, ওই নারীকে আটকের পর তিনি প্রথমে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন। পরে তিনি চিকিৎসাপেশার সঙ্গে জড়িত নন বলে স্বীকার করেছেন।

মামলার বাদী ওয়ার্ড মাস্টার মো. জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ওই নারী স্বীকার করেছেন যে, ডাক্তারদের অ্যাপ্রোন পরে তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল ও অন্যান্য সামগ্রী চুরি করতেন।'

আটক মুনিয়া খান রোজা জানান, তার বাড়ি চাঁদপুর সদরে। থাকেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে।

তিনি জানিয়েছেন, নীলক্ষেত থেকে অ্যাপ্রোন, ঢাকা মেডিকেল কলেজের লোগো দিয়ে আইডিকার্ড ও মিটফোর্ড থেকে স্টেথোস্কোপ জোগাড় করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল চুরি করতেন।

 

Comments

The Daily Star  | English

Need to mobilise youth power for new civilisation: Yunus at COP29

The chief adviser highlighted the fact that the climate crisis is intensifying

26m ago