বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোরশেদ

বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোরশেদ
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ভোটে মো. মিজানুর রহমান সভাপতি পদে ২৩৬ ভোট ও এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক পদে ২৩২ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩টি পদে মোট ৪৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৩ জন। 

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, তার প্রাপ্ত ভোট-২১০; কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের ড. রূপক মুৎসুদ্দী, তার প্রাপ্ত ভোট-২০২; যুগ্ম-সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান, তার প্রাপ্ত ভোট-২১৬; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং আপ্যায়ন সম্পাদক পদে সিএসই বিভাগের মো. রায়হান রাশেদ, তার প্রাপ্ত ভোট-১৭৫।

এ ছাড়া ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ (প্রাপ্ত ভোট-২৬৯), সিএসই বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার (প্রাপ্ত ভোট-২৬৩), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার (প্রাপ্ত ভোট-২২৬), গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভিন (প্রাপ্ত ভোট-২৩১), আইপিই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার (প্রাপ্ত ভোট-২১৫) ও স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার (প্রাপ্ত ভোট-২০৪)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago