ময়মনসিংহ জেলা আ. লীগের সভাপতি এহতেশামুল, সম্পাদক মোয়াজ্জেম

নতুন সভাপতি এহতেশামুল আলম (বামে) ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। ছবি: সংগৃহীত

আজ শনিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন এহতেশামুল আলম। আর সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন বাবুল ।

এহতেশামুল আলম আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

একই দিনে অনুষ্ঠিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ময়সনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মোহিত উর রহমান শান্ত ।

প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English