নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. নেওয়াজ, সাধারণ সম্পাদক ড. মাহবুব

নোবিপ্রবির শিক্ষক সমিতির নির্বাচন
অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (বামে) ও অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

গঠনতন্ত্রের 'অবৈধ সংশোধনের' প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ নির্বাচন বর্জন করায় নীল দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল আলম, নির্বাচন কমিশনার ড. মো. মহিনুজ্জামান ও নির্বাচন কমিশনার সুলতানা জাহান সোহেলীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন—সহ-সভাপতি পদে বিপ্লব মল্লিক, ড. মেহেদী হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ পদে ড. ফাহাদ হুসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. লতিফা বুলবুল, প্রচার সম্পাদক মো. আবদুস সালাম স্বাধীন এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহীন কাদির ভূঁইয়া।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. ফিরোজ আহম্মেদ, ড. মোহাম্মদ আনিসুজ্জামান, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বাদশা মিয়া ও ড. অতুন সাহা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ দিদারুল আলম নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, 'নব নির্বাচিত কমিটি শিক্ষকদের কল্যাণে কাজ করবে বলে আমার বিশ্বাস।'

নোবিপ্রবির শিক্ষক সমিতির গঠনতন্ত্রের 'অবৈধ সংশোধনের' প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ গত ১৩ ডিসেম্বর দুপুরে নোয়াখালীতে সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

Comments