চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার ৩

Chanpainawabganj
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার বটতলাহাট এলাকার মো. সোহাগ, কালীগঞ্জ বাবুপাড়ার মো. আনাস এবং জয়নগর মীরপাড়ার মো. সাকিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ব্যবসায়ী জয়নগর মীরপাড়ার রায়হানের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তারা তাকে মারধর করেন এবং চাকু দেখিয়ে নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেন। সেসময় তাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো এবং সে দৃশ্য ভিডিওধারণ করা হয়। পরে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।'

'আজ ওই ব্যবসায়ী সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন', বলেন তিনি।

ওসি আরও বলেন, 'গ্রেপ্তার ৩ জনই এলাকার চিহ্নিত বখাটে। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

57m ago