টানাপোড়েন হলে বিচার চাইবে যুক্তরাষ্ট্র, হু আর ইউ টু আস্ক: বিএনপির উদ্দেশে কাদের

ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে সেটি ফয়সালা করা হবে কূটনৈতিক উপায়ে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে সেটা কূটনৈতিক উপায়ে ফয়সালা করব। আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকছে।'

'আজকে যদি কোনো বিষয়ে টানাপোড়েন হয়, তার বিচার চাইছেন আপনারা (বিএনপি)? বিচার তো চাইবে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা (বিএনপি) কে? হু আর ইউ টু আস্ক', বলেন তিনি।

দেশে বিভিন্ন সময়ে গুম হওয়া কয়েকজনের পরিবারের সঙ্গে গত ১৪ ডিসেম্বর দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ২০১৩ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায় পিটার হাস যখন অবস্থান করছিলেন, তখন বাইরে 'মায়ের কান্না' সংগঠনের ব্যানারে কিছু মানুষ জড়ো হন। এই অবস্থায় নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে যান।

এই ঘটনার পর রাষ্ট্রদূত জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, শাহীনবাগের ওই বাসার বাইরে অনেক লোক দেখে নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago