গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাতারপাড়া-মাঝিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ি থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলে—, গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামীম মিয়া (৪০), শামীম মিয়ার স্ত্রী মো. শিমু বেগম (৩২) ও শাকিল আহমেদ (২৫)।

মিজানুর রহমান বলেন, 'সিএনজিতে চালকসহ ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন শুনেছি।'

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago