ধলেশ্বরী দূষণকারী ৫ ট্যানারির পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাভারে নদীদূষণকারী ট্যানারির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

নদী দূষণের দায়ে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর ৫ ট্যানারির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই ট্যানারিগুলোর অপরিশোধিত তরল বর্জ্য ধলেশ্বরী নদীকে দূষিত করছিল।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ট্যানারিগুলো হলো মেসার্স জহির ট্যানিং ইন্ডাস্ট্রি, এস এন্ড এস ট্যানারি, ইসমাইল লেদার, মেসার্স মমতাজ ট্যানারি এবং মেসার্স লিয়েন এন্টারপ্রাইজ।

জহিরুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে দিন ব্যাপী বিসিক চামড়া শিল্পনগরীতে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য ছেড়ে ধলেশ্বরী দূষণের দায়ে ট্যানারিগুলোর ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Comments