বিশ্বকাপের আর কোনো খেলা দেখবেন না অপু বিশ্বাস ও মিম

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
অপু বিশ্বাস, নেইমার ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। তারা ২ জনেই ব্রাজিলের সমর্থক। গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।

প্রিয় দলের বিদায়ের পর দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই ২ অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, '৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আমার প্রিয় দল। খেলাতে জয়-পরাজয় থাকবে। একদল জিতবে আরেকদল হারবে এটাই খেলার নিয়ম। গতকাল ব্রাজিল হারার পর মন খারাপ হয়েছে। বেশি মন খারাপ হয়েছে নেইমার যখন কাঁদছিল। তার মতো একজন খেলোয়াড়ের কান্না দেখে খুব কষ্ট পাচ্ছিলাম। এবারের বিশ্বকাপে আর খেলা দেখবো না বলে ঠিক করেছি। আগামী ৪ বছরের জন্য অপেক্ষা জমিয়ে রাখলাম।'

বিদ্যা সিনহা মিম বলেন, 'খেলা দেখার সময় বুঝতে পারিনি এমন ঘটনার মুখোমুখি হতে হবে। খেলা যখন টাইব্রেকারে এলো তখন একেকটা গোলের মুহূর্তে দমবন্ধ হয়ে আসছিল। শেষ পর্যন্ত প্রিয় দল হেরে গেল। খেলাতে জয়-পরাজয় থাকবে। একদল জিতবে আরেকদল হারবে এটাই নিয়ম। গত রাত থেকে মনটা খারাপ হয়ে আছে। এখন আগামী বিশ্বকাপের অপেক্ষায় থাকতে হবে। তবে, এই বিশ্বকাপে আর খেলা দেখব না। প্রিয় দলের জন্য অপেক্ষায় থাকব।'

মিম আরও বলেন, 'নেইমারের জন্য খুবই মন খারাপ হয়েছে। আমার বিশ্বাস তিনি আবারও খেলবেন এবং ট্রফি নেবেন।'

Comments