গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

ঢাকায় বিএনপির গণসমাবেশ
সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রবীর দাশ

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। ইতোমধ্যে সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের অনেকে মাঠে প্রবেশ করছেন।

এছাড়া, গোলাপবাগ মাঠের আশপাশে অনেকে ঘোরাঘুরি করছেন। মাঠটিতে প্রবেশ ও বের হওয়ার দুটি গেট আছে। সময়ের সঙ্গে সেখানে মানুষের সংখ্যা বাড়ছে। আশপাশের গলিতে যানজটও বাড়ছে।

মাঠে প্রবেশ করা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের কেউ একদিন আগে এসেছেন, কেউ কেউ আজ সকালে এসেছেন। তারা বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে চান এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার থেকে আসা বিএনপির এক কর্মী জানান, তিনি কক্সবাজার যুবদলের নেতা। তাদের কয়েক'শ নেতাকর্মী বিভিন্নভাবে ঢাকায় এসেছেন। আজ অনেকে মাঠের অবস্থা যাচাই করছেন, কাল ঢুকবেন। তারা বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে চান।

গাজীপুর মহিলা দলের কয়েকজন নেত্রী বলেন, সমাবেশে যোগ দিতে আজ সকালে তারা ঢাকা এসেছেন। সবাই আত্মীয়-স্বজনের বাসাতে ছিলেন।

কেরানীগঞ্জ থেকে আসা নেতা-কর্মীরা বলেন, তারা বিকেলে ৩টায় জানতে পেরেছেন গোলাপবাগ মাঠে সমাবেশ হবে। তখনই রওনা দিয়ে কিছুক্ষণ আগে সমাবেশস্থলে পৌঁছেছেন।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

2h ago