মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের জানান ডিবি প্রধান হারুন অর রশিদ।
ডিবি কার্যালয়ের সামনে তিনি বলেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'
আজকেই তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ডিবি প্রধান।
এর আগে, শুক্রবার ভোররাত ৩টার দিকে ডিবি পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আজ সকাল ১১টায় ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, 'গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে প্রায় অর্ধশতাধিক পুলিশ আহতের ঘটনা ও ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।'
জিজ্ঞাসাবাদ শেষে বিএনপির এই ২ নেতাকে গ্রেপ্তার দেখানো হলো।
Comments