১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে: পরিবহন মালিক সমিতি

আজ বৃহস্পতিবার সড়কে বাস কম থাকায় রাজধানীর ফার্মগেটসহ বিভিন্ন রাস্তা ফাঁকা দেখা গেছে। ছবি: পলাশ খান/স্টার

আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় গাড়ি চলাচল বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সেদিন গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকার সব পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন মালিক-শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে অন্যান্য বিভাগীয় সমাবেশের আগে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা।

এর ধারাবাহিকতায় বিএনপির ঢাকা সমাবেশের আগেও ধর্মঘট ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।   

 

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago