সাভারে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক ১

সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।
ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো. আশরাফ ওরফে ইমাম (৪০)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের কার্যালয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এসব তথ্য জানান।

তিনি জানান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকা অভিযান চালানো হয়। অভিযানে ইমামের কক্ষের বিছানার তোশকের নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিন প্যাকে থাকা ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ওই সময় ইমামকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

'ইমামকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, তিনি ভারতের সীমান্ত লাগোয়া এলাকা চাপাইনবাবগঞ্জ থেকে এই মাদক নিয়ে আসেন। মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মাদক মামলা হয়েছে,' যোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

8h ago