পুলিশি হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

নয়াপল্টনে বিএনপি
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢুকছে পুলিশের একটি দল। ৭ ডিসেম্বর ২০২২। ছবি: মুনতাকিম সাদ/স্টার

দলের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ বুধবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, বৈঠকে আজকের ঘটনা নিয়ে আলোচনা করা হয়, পুলিশের হামলার নিন্দা জানানো হয় এবং আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। 

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতর ও সামনে থেকে ৩ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের মধ্যে আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

অভিযানের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তিনি কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন। 

পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল হোসেন (৪০)। 

 

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory' says Khosru

Will comment after knowing full details of the deal

39m ago