বিমানের নতুন এমডি শফিউল আজিম

শফিউল আজিম। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদ হোসেনকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি) শফিউল আজিম। জাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডার, পেইন্টার, অপারেটর ও টেইলার্সের ১০টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর জাহিদ হোসেনকে তার পদ থেকে অপসারণ করা হলো।

গত ২১ অক্টোবর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রায় ২ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত হয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago