রোনালদোর ওই প্রতিক্রিয়া মোটেও পছন্দ হয়নি পর্তুগাল কোচের

ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় ক্রিস্তিয়ানো রোনালদো যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা মোটেও পছন্দ হয়নি ফার্নান্দো সান্তোসের। তবে বিষয়টি ইতোমধ্যে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা পর্তুগাল কোচের পূর্ণ মনোযোগ এখন পরের ম্যাচের দিকে।

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগিজরা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। সুইসদের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর আচরণ ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয় সান্তোসকে।

গত শুক্রবার রাতে আসরের 'এইচ' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে পর্তুগাল ২-১ গোলে হার মানে কোরিয়ানদের কাছে। গোটা ম্যাচে ৩৭ বছর বয়সী রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। তার অসতর্কতায় প্রথম গোল পেয়ে যায় এশিয়ার দলটি। পর্তুগিজদের ফের এগিয়ে নেওয়ার দারুণ দুটি সুযোগও হাতছাড়া করেন অধিনায়ক। ২৯তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষদিকে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।

দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদোকে যখন তুলে নেওয়া হয়, তখন অসন্তোষ প্রকাশ করেন তিনি। ৬৫তম মিনিটে মাঠ ছাড়ার সময় কোরিয়ার ফরোয়ার্ড চো গুয়ে-সাংয়ের সঙ্গে জড়ান বাকবিতণ্ডাতেও। গুঞ্জন ওঠে, বদলি করার কারণেই হতাশ ছিলেন তিনি। পরে রোনালদো ব্যাখ্যা দেন, কোচের সিদ্ধান্তের কারণে নয় বরং কোরিয়ার ওই খেলোয়াড়ের মন্তব্যে অমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে রোনালদোর আচরণ ভালো না লাগার কথা বলেন সান্তোস, 'আমি কি (রোনালদোর প্রতিক্রিয়ার) ফুটেজটি দেখেছি? হ্যাঁ। আমার কি তা ভালো লেগেছে? একদমই না। আমি এটি মোটেও পছন্দ করিনি।'

বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সেটার ইতি টানার কথা জানান পর্তুগিজ কোচ, 'এরপর যা ঘটেছে... এই ধরনের বিষয়গুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয়। আর তখন থেকে আমরা পরের ম্যাচ সম্পর্কে ভাবছি, যা নিয়েই সবাই মনোযোগী। আগের ওই বিষয়টা শেষ হয়ে গেছে।'

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, রোনালদো আগামী বছরের জানুয়ারিতে বিশাল অঙ্কের পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন। এই প্রসঙ্গে সান্তোস বলেন, 'এটা নিয়ে আমি এখনও তার সঙ্গে কথা বলিনি। এটা সম্পর্কে জানতামও না। কেউ একজন কয়েক মিনিট আগে আমাকে বলেছে। তবে এটা তার সিদ্ধান্ত এবং তাকেই সমাধান করতে হবে।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago