স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৭ হাজার টাকার বেশি

প্রতীকী ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরির স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

শনিবার বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আন্তর্জাতিক এবং স্থানীয় বুলিয়ন বাজারে দামের হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্জুস।

গত ১৮ নভেম্বর ভরিতে সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়।

কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কম থাকলেও নভেম্বর থেকে দাম বাড়তে শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago