চুয়াডাঙ্গা-ঝিনাইদহ থেকে ১১ কেজি ৭৩৯ গ্রাম স্বর্ণ জব্দ

স্বর্ণের বার জব্দ : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ থেকে ১১ কেজি ৭৩৯ গ্রাম স্বর্ণ জব্দ
প্রতীকী ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি ৭৩৯ গ্রাম ওজনের ৯১ স্বর্ণের বার জব্দ ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার এই অভিযান চালানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে এক চোরাকারবারি স্বর্ণ নিয়ে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছেন।

বিজিবির টহলদল আকন্দবাড়ীয়া কোহিনূরের দোকানের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে আব্দুস শুকুরকে আটক করে। তার পায়ের জুতার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ৬৯৯.৮১ গ্রাম ওজনের ৬ স্বর্ণের জব্দ করে।

মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির এক বিশেষ টহলদল ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের কলাবাগানে স্বর্ণ পুঁতে রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে কলাবাগানে মাটি খুঁড়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৩৯০ গ্রাম ওজনের ৮৫ স্বর্ণের বার উদ্ধার করে।

Comments

The Daily Star  | English

Water transport workers call off strike after 45 hours

The announcement was made at 9:20pm after a meeting

2h ago