সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা
শীতে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসে। স্টার ফাইল ফটো

মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। মাঘের আগেই হাড়কাঁপানো শীতে জবুথবু এই অঞ্চলের জনজীবন। 

আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা এ অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

তীব্র শীতে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককে।

শীত নিবারণে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে অনেক জায়গায়। ছবি: স্টার

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এতে আরও বলা হয়, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গার নতিপোতা গ্রামের কৃষক ফিরোজ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুব শীত পড়ছে। ধানের চারার ওপর কুয়াশা জমে থাকছে। চারা নষ্ট হয়ে যাচ্ছে।'

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সূর্যের দেখা না পাওয়ায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না। এতে বেশি শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে।'

তিনি বলেন, 'আজ শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ ভাগ। এতে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে।'

রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
no internet

How Gen Z kept connected after the internet shutdown

In an instant, one of the most densely populated countries completely vanished from the rest of the world.

2h ago