জি এম কাদেরের নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত হাইকোর্টে

gm quader
জিএম কাদের। ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ আব্দুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ গত ১৬ নভেম্বর নিম্ন আদালতের রায় স্থগিত করে আদেশ দেন।

জাপার দলীয় সিদ্ধান্ত গ্রহণে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন জি এম কাদের। গত ১৬ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক সেই আবেদন খারিজ করে দেন।

জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সেরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই স্থগিতাদেশের ফলে দলীয় সিদ্ধান্ত গ্রহণে বাধা দূর হলো।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

13m ago