ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৫

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পটুয়াখালী পলিটেকনিট ইন্সিটিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন-- পটুয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি শফিউল বাসার উজ্জল (৩৫), সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকরিয়া আহম্মেদ(৩২), জেলা ছাত্রদলের সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন হাওলাদার (৩২) জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীম (৩২) এবং ছাত্রদলকর্মী মহিবুল ইসলাম (২২)।

পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমু বলেন, বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সম্পাদক প্রয়াত ছাত্রদল নেতা শাওনের বাড়িতে খোঁজ-খবর নিতে নারায়ণগঞ্জ গেলে সেখানকার ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। ওই হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রদল নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে পটুয়াখালী পলিটেকনিক ইন্সিটিটিউটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।  এসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালানো হয়। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে।

অভিযোগ নিয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, পটুয়াখালীতে বিগত দিন থেকেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলা সংঘাত চলে আসছে। যে ঘটনার অপবাদ ছাত্রলীগের উপর চাপিয়ে দিচ্ছেন তারা। ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

20 non-banks on BB red list

As of December last year, they disbursed Tk 25,808 crore in loans against collateral worth Tk 6,899 crore, according to the BB report

10h ago