আদালত থেকে জঙ্গি ছিনতাই: ‘প্রধান সমন্বয়ক’ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান অমি। ছবি: সংগৃহীত

ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ গতকাল বুধবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত মেহেদী হাসান অমিকে (২৪) গ্রেপ্তার করে।

গত ২০ নভেম্বর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আনসার আল ইসলাম সদস্যকে ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যায় সংগঠনটির অপর সদস্যরা।

সিটিটিসি জানিয়েছে, এই ঘটনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান অমি।

তার বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে মোহাম্মদপুর, সূত্রাপুর ও বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৩টি মামলা হয়। এ ছাড়া, ২০১০ ও ২০১২ সালে সিলেট কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার নামে ২টি মামলা রয়েছে।

আদালত প্রাঙ্গণ থেকে আসামিদের ছিনতাইয়ের ঘটনায় অমির বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও ১টি মামলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago