ছিনতাই করে নেওয়া ২ জঙ্গি আমাদের নজরদারিতে আছে: ডিবি প্রধান

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

জনাকীর্ণ আদালত থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ২ জঙ্গির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, 'আসামিরা আমাদের নজরদারিতে রয়েছে। তাদের আমরা যেকোনো সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হবো।'

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হারুন অর রশীদ আরও বলেন, 'যারা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত, যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যারা মাস্টারমাইন্ড ছিল- প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।'

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, 'আদালতের আইনজীবীদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। সেখানে আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে।'

পলাতক জঙ্গিদের ধরতে ঢাকা মেট্রোপলিটনের প্রতিটি এলাকায়  টহল জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রেও আমাদের পুলিশ প্রোটেকশন পর্যাপ্ত রয়েছে। ডিএমপির প্রত্যেকটি এলাকায় টহল, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।'

 

Comments

The Daily Star  | English

Hasnat warns media against airing Hasina’s speech

He further warned that there would be no rehabilitation of Hasina or fascism in Bangladesh

29m ago