‘অর্থনৈতিক সংকটকে বিএনপি দুর্ভিক্ষ বলে প্রচার করছে’

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সুযোগ নেই। নির্বাচনে ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে, আর কারা চলে যাবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, 'মৃত ইস্যুকে জীবিত করার অপচেষ্টা করবেন না। উপায় তো নেই। পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোনো সুযোগ নেই বাংলাদেশে। নির্বাচনে ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা চলে যাবে। আপনারা বললেই পতন হবে এত সোজা না।'

আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'অচিরেই বিএনপির তত্ত্বাবধায়কের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে। তাদের সুর নরম হবে। কেয়ারটেকার ইজ ডাউন এ ডেড ইস্যু। এটা মৃত, তত্ত্বাবধায়ক মৃত।' 

তিনি বলেন, 'মির্জা ফখরুল বড় বড় কথা বলছেন। লন্ডনে পলাতক আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে চলে গেছে, সেই তারেক রহমানের নেতৃত্বে ফখরুল নাকি তৃতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করবেন।'

ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল? বাংলাদেশ কি তৃতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রু। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিরুদ্ধে মোকাবিলা হবে।'

দেশে চলমান অর্থনৈতিক সংকটকে বিএনপি 'দুর্ভিক্ষ' বলে প্রচার করছে উল্লেখ করে তিনি বলেন, 'তারা (বিএনপি) দুর্ভিক্ষ বলে প্রচার করছে। আমরা জানি সাধারণ মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম, জিনিসপত্রের দাম এখন বাড়তি, তাই গরিব মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, বিএনপি যতই অপপ্রচার করুক, শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না।' 

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বিএনপির বিরুদ্ধে রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী ডিসেম্বরে তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলার কোনো বিকল্প নেই। তবে খেলা মানে পাল্টাপাল্টি মারামারি নয়। বিএনপি আগুন নিয়ে খেলতে আসলে খেলা হবে।'

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

44m ago