মৎস্য সংরক্ষণ আইনের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে গোলাম মোস্তফা মুন্সিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক রোকেয়া রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অবৈধ কারেন্ট জাল উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মৎস্য সংরক্ষণ আইনে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আসামি করে বিভিন্ন সময় ৫টি মামলা দায়ের করা হয়।'
'ওই ৫ মামলায় রোববার মুন্সিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান', বলেন তিনি।
Comments