এক নজরে দেখে নিন বিশ্বকাপের ৩২ দলের স্কোয়াড

Neymar, Messi & Ronalodo

মরুর বুকে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সর্বোচ্চ মর্যাদার এই আসরে নিজেদের সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে অধিকাংশ দল। যদিও ইনজুরি ও কোচদের সিদ্ধান্তের কারণে বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দেখা যাবে না এবারের আসরে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের স্কোয়াড। 

১. ফ্রান্স

গোলরক্ষক: হুগো লরিস, আলফোনসে আরেওলা, স্টিভ মান্দান্ডা

ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, ডাওট উপমেকানো, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, অ্যাক্সেল দিসাসি, বেঞ্জামিন পাভার্ড, জুলস কুন্ডে

মিডফিল্ডার: ইউসুফ ফোফানা, ম্যাটিও গুয়েনডোজি, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, জর্ডান ভেরেটআউট

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপে, হনডাল কোলো মুয়ানি, মার্কাস থুরাম।

২. স্পেন

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ত সানচেজ, দাভিদ রায়া

ডিফেন্ডার: সিজার আজপিলিকুয়েতা, দানি কারভাহাল, আয়মেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, জর্দি আলবা, পাউ তোরেস, হোসে গায়া, হুগো গুইয়ামন

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস, রদ্রি, গাভি, পেদ্রি, কার্লোস সোলার, কোকে, মার্কোস ইয়োরেন্তে

ফরোয়ার্ড: ফেরান তোরেস, আলভারো মোরাতা, মার্কো আসেনসিও, আনসু ফাতি, নিকো উইলিয়ামস, পাবলো সারাবিয়া, ইয়েরেমি পিনো, দানি ওলমো ।

৩. ইংল্যান্ড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডালে

ডিফেন্ডার: হ্যারি মাগুয়ার, লুক শ, এরিক ডিয়ের, জন স্টোনস, কাইল ওয়াকার, কাইরান ট্রিপিয়ার, কনর কোডি, বেন হোয়াইট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

মিডফিল্ডার: জুড বেলিংহাম, ম্যাসন মাউন্ট, কনর গ্যালাঘের, ডেক্লান রাইস, জর্ডান হেন্ডারসন, কালভিন ফিলিপস

ফরোয়ার্ড: জেমস ম্যাডিসন, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, ক্যালাম উইলসন, মার্কাস রাশফোর্ড ।

৪. জার্মানি

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ

ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুয়েল, নিকো স্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিশ্চিয়ান গুয়েন্টার

মিডফিল্ডার: ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি ।

৫. ডেনমার্ক

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টেনসেন, ফ্রেডেরিক রনো

ডিফেন্ডার: সাইমন কেয়ার, জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মাহেল, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাসমাস ক্রিস্টেনসেন, জেনস স্ট্রাইগার লারসেন, ভিক্টর নেলসন, ড্যানিয়েল ওয়াস, আলেকজান্ডার বাহ

মিডফিল্ডার: থমাস ডেলানি, ম্যাথিয়াস জেনসেন, ক্রিশ্চিয়ান এরিকসেন, পিয়েরে-এমিল হজবার্গ, ক্রিশ্চিয়ান নরগার্ড, রবার্ট স্কোভ

ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, জেসপার লিন্ডস্ট্রম, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, মার্টিন ব্রেথওয়েট, ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ড, জোনাস উইন্ড, ইউসুফ পলসেন।

৬. পর্তুগাল

গোলরক্ষক: দিয়োগো কস্তা, রুই প্যাত্রিসিও, জোসে সা

ডিফেন্ডার: জোয়াও কানসেলো, দিয়োগো দালত, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, তিয়াগো দিয়ালো, পেপে, রাফায়েল গেরেরা, দানিলো পেরেইরা

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, মাথেউস নুনেস, উইলিয়াম কারভালহো, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, বার্নার্দো সিলভা, ভিতিনহা

ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো, রাফা সিলভা, রাফায়েল লেয়াও, রিকার্দো হোর্তা।

৭. সৌদি আরব

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলী আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বকতি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলী আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-মালকি, সামি আল-নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারী, আবদুল রহমান আল-আবউদ, সালেম আল-দাওসারী, হাতান বাহেবরি

ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ, হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

৮. আর্জেন্টিনা

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি।

৯. ব্রাজিল

গোলরক্ষক: অ্যালিসন, এদারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, অ্যালেক্স তেলেস, আলেক্স সান্দ্রো, ব্রেমার, এদের মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা

মিডফিল্ডার: কাসেমিরো, এভারটন রিবেইরো, ব্রুনো গুইমারেস, ফ্যাবিনহো, ফ্রেদ, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: অ্যান্তনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

১০. তিউনিসিয়া

গোলরক্ষক: আয়মেন দাহমেন, বেচির বেন সাইদ, মুয়েজ হাসেন, আয়মেন মাথলুথি

ডিফেন্ডার: আলি আবদি, ডিলান ব্রন, মোহাম্মদ ড্রেগার, নাদের ঘান্দ্রি, বিলেল ইফা, ওয়াজদি কেচরিদা, আলী মালউল, ইয়াসিন মেরিয়া, মনতাসার তালবি

মিডফিল্ডার: মোহাম্মদ আলী বেন রমধনে, গাইলেন চালালি, আইসা লাইদুনি, হানিবাল মেজব্রি, ফেরজানি সাসি, ইলিয়াস খিরি

ফরোয়ার্ড: আনিস বেন স্লিমানে, সেফেদ্দিন জাজিরি, ইসাম জেবালি, ওয়াহবি খাজরি, তাহা ইয়াসিন খেনিসি, ইউসেফ মাসাকনি, নাইম স্লিতি।

১১. মরক্কো

গোলরক্ষক: ইয়াসিন বুনো, মুনির মোহাম্মদি, আহমেদ রেদা তাগনাউতি

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, নৌসাইর মাজরাউই, নায়েফ আগুয়ের্ড, বদর বেনুন, রোমেন সাইস, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারি

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, আবদেলহামিদ সাবিরি, সেলিম আমাল্লাহ, আজজেদিন ওনাহি, বিলাল এল খানৌস, ইয়াহিয়া জাবরেন

ফরোয়ার্ড: হাকিম জিয়েশ, আমিনে হারিত, আবদেসামাদ ইজ্জালজৌলি, জাকারিয়া আবুখলাল, সোফিয়ান বোফাল, ইলিয়াস চেয়ার, ইউসেফ এন-নেসিরি, ওয়ালিদ চেদিরা, আবদেররাজাক হামেদ আল্লাহ।

১২. ঘানা

গোলরক্ষক: আব্দুল নুরুদিন, ইব্রাহিম দানলাদ, লরেন্স আতি জিগি

ডিফেন্ডার: ডেনিস ওডোই, তারিক ল্যাম্পটে, আলিদু সেদু, ড্যানিয়েল আমার্টে, জোসেফ আইদু, আলেক্সান্ডার ডিজিকু, মোহাম্মদ সালিসু, আব্দুল রহমান বাবা, গিডিয়ন মেনসাহ

মিডফিল্ডার: আন্দ্রে আয়েউ, থমাস পার্টি, এলিশা ওউসু, সালিস আব্দুল সামেদ, মোহাম্মদ কুদুস, ড্যানিয়েল কফি কায়েরেহ

ফরোয়ার্ড: ড্যানিয়েল আফ্রিই বার্নিয়ে, কামাল সোওয়াহ, ইসাহাকু আব্দুল ফাতাউ, ওসমান বুকারি, ইনাকি উইলিয়ামস, অ্যান্টোইন সেমেনিও, জর্ডান আয়েউ, কামালদিন সুলেমানা।

১৩. মেক্সিকো

গোলরক্ষক: রোদলফো কোতা, গুইলারমো ওচোয়া, আলফ্রেদো তালাভেরা

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাহো, জেরার্দো ওর্তেগা, জেসুস গ্যালার্দো, হেক্তর মোরেনো, সেজার মন্তেস, হোর্হে সানচেজ, ইয়োহান ভাসকেজ।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাদো, উরিয়েল আন্তুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গার্দাদো, এরিক গুতেরেজ, হেক্তর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো

ফরোয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি, রাউল হিমেনেজ, হিরভিং লোজানো, হেনরি মার্তিন, অ্যালেক্সিস ভেগা।

১৪. ইকুয়েডর

গোলরক্ষক: আলেক্সান্ডার ডমিনগুয়েজ, হার্নান গালিন্দেজ, মোয়েসেস রামিরেজ

ডিফেন্ডার: পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, পিয়েরো হিনকাপি, জেভিয়ের আরেগা, দিয়েগো প্যালাসিওস, জ্যাকসন পোরোজো, রবার্ত আরবোলেদা, ফেলিক্স তরেস, উইলিয়াম পাচো

মিডফিল্ডার: ময়েসেস ক্যাসেদো, হোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, জেগসন মেন্দেজ, কার্লোস গ্রুয়েজো, গনসালো প্লাতা, আনহেল মেনা, আইরতন প্রেসিয়াদো, রোমারিও ইবাররা, জেরেমি সারমিয়েন্তো

ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা, জোর্কেফ রেসকো, কেভিন রদ্রিগেজ।

১৫. ইরান

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, আমির আবেদজাদেহ, সৈয়দ হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ

ডিফেন্ডার: এহসান হাজসাফি, মোর্তেজা পৌরালিগঞ্জি, রামিন রেজাইয়ান, মিলাদ মোহাম্মদী, হোসেন কানানিজাদেগান, শোজায়ে খলিলজাদেহ, সাদেগ মোহারামাবেহ, চেশমি, মজিদ হোসেইনি, আবোলফজল জালালী।

মিডফিল্ডার: আহমাদ নুরোল্লাহি, সামান ঘোদ্দোস, ভাহিদ আমিরি, সাইদ এজাতোলাহি, আলীরেজা জাহানবখশ, মেহেদি তোরাবি, আলী ঘোলিজাদেহ, আলী খোলিজাদেহ

ফরোয়ার্ড: করিম আনসারিফার্ড, সরদার আজমাউন, মেহেদি তারেমি।

১৬. দক্ষিণ কোরিয়া

গোলরক্ষক: কিম সেউং-গিউ, সং বুম-কেউন, জো হাইওন-উ

ডিফেন্ডার: কেওন কিয়ং-ওন, কিম মুন-হোয়ান, কিম মিন-জে, কিম ইয়ং-গুওন, কিম জিন-সু, কিম তাইয়ে-হোয়ান, ইউন জং-গিউ, চো ইউ-মিন, হং চুল

মিডফিল্ডার: কওন চ্যাং-হুন, না সাং-হো, পাইক সেউং-হো, লি কাং-ইন, লি জে-সুং, জিয়ং উ-ইয়ং, হোয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, হোয়াং ইন-বিয়ম, জুং উ-ইয়ং

ফরোয়ার্ড: সন হিউং-মিন, চো গুয়ে-সুং, হোয়াং উই-জো।

১৭. সার্বিয়া

গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, প্রেদ্রাগ রাইকোভিচ, ভানিয়া মিলিনকোভিচ-স্যাভিচ;

ডিফেন্ডার: স্তেফান মিত্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, স্ত্রাহিনিয়া পাভলোভিচ, মিলোস ভেলিকোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, স্ত্রাহিনিয়া এরাকোভিচ, স্রদিয়ান বাবিচ;

মিডফিল্ডার: নেমানিয়া গুদলেই, সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ, সাসা লুকিচ, মার্কো গ্রুজিচ, ফিলিপ কস্তিচ, নেমানিয়া মাকসিমোভিচ, উরোস রাচিচ, ইভান ইলিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, দার্কো লাজোভিচ;

ফরোয়ার্ড: দুসান তাদিচ, আলেক্সান্দার মিত্রোভিচ, দুসান ভ্লাহোভিচ, ফিলিপ দুরিচিচ, লুকা জোভিচ, নেমানিয়া রাদোনিচ।

১৮. কাতার

গোলরক্ষক: সাদ আল-শিব, মেশাল বারশাম, ইউসেফ হাসান

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খোদার, তারেক সালমান, বাসসাম আল-রাওয়াই, বৌয়ালেম খৌকি, আবদেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমান আহমেদ

মিডফিল্ডার: জাসসেম গাবের, আলি আসাদ, আসসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক মাশাল, করিম বৌদিয়াফ, আবদুলআজিজ হাতেম

ফরোয়ার্ড: নাইফ আল-হাদরামি, আহমেদ আলালদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমোয়েজ আলি, মোহাম্মদ মুনতারি, খালিদ মুনির মাজিদ।

১৯. নেদারল্যান্ডস

গোলরক্ষক: জাস্টিন বিলো, রেমকো পাসভির, অ্যান্ড্রিস নপারট

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডিলে ব্লিন্ড, জুরিয়েন টিম্বার, ডেনজেল ডামফ্রিস, স্টেফান ডি ভ্রিজ, মাতাইস ডি লিখট, টিরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং

মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, টেউন কুপমেইনারস, কোডি গ্যাকপো, মার্টিন ডি রুন, কেনেথ টেইলর, জাভি সিমন্স

ফরোয়ার্ড: মেমফিস ডিপাই, স্টিভেন বার্গউইজন, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়াউট ওয়েঘর্স্ট।

২০. সেনেগাল

গোলরক্ষক: সেনি দিয়েং, আলফ্রেড গোমিস, এডুয়ার্ড মেন্ডি

ডিফেন্ডার: ফোদে ব্যালো তোরে, পাপে আবু সিসে, আব্দু দিয়ালো, ইসমাইল জ্যাকবস, কালিদু কৌলিবালি, ফর্মোজ মেন্ডি, ইউসুফ সাবালি

মিডফিল্ডার: পাথে ইসমায়েল সিস, ক্রেপিন দিয়াত্তা, ইদ্রিসা গানা গুয়ে, পাপে গুয়ে, চেইখৌ কাউয়াতে, মামদু লোম, নামপালিস মেন্ডি, মোস্তফা নাম, পাপে মাতার সার

ফরোয়ার্ড: বোলায়ে দিয়া, ফামারা দিদিইউ, বাম্বা দিয়েং, নিকোলাস জ্যাকসন, ইলিমানে এনদিয়ায়ে এবং ইসমাইলা সার।

২১. উরুগুয়ে

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেত, সেবাস্তিয়ান সোসা

ডিফেন্ডার: হোসে মারিয়া হিমেনেজ, সেবাস্তিয়ান কোয়াতেস, দিয়েগো গদিন, মার্তিন কাসেরেস, রোনালদ আরাউহো, গুইলারমো ভারেলা, হোসে লুইস রদ্রিগেজ, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনা

মিডফিল্ডার: লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তে, মাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দে, ফাকুন্দো পেলিস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান দে আরাসেতা

ফরোয়ার্ড: অগাস্তিন ক্যানোবিও, ফাকুন্দো তোরেস, ম্যাক্সি গোমেজ, লুইস সুয়ারেজ, এদিনসন কাভানি, দারউইন নুনেজ।

২২. পোল্যান্ড

গোলরক্ষক: ভোইচেখ শেজনি, বার্তোমিয়েই দ্রাগাওভস্কি, লুকাস স্কোরাপস্কি

ডিফেন্ডার: ইয়ান বেডনারেক, কামিল গ্লিক, রবার্ত গামনি, আর্থার ইয়েদ্রেজিক, ইয়াকব কিভিওর, মাতেয়াস ভিয়েতেস্কা, বার্তোস বেরেশিন্সকি, ম্যাটি ক্যাশ, নিকোলা জালেভস্কি

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক, প্রিজেমিস্ল ফ্রাঙ্কোভস্কি, কামিল গ্রসিস্কি, গ্রেগর্জ ক্রিচোভিয়াক, ইয়াকব কামিন্সকি, মিকেল স্কোরাস, ড্যামিয়েন শিমান্সকি, সেবাস্তিয়ান শিমান্সকি, পিওতর জিয়েলিন্সকি, শিমন জুরকোভস্কি

ফরোয়ার্ড: রবার্ত লেভানদোভস্কি, আরকাদিউস মিলিক, ক্রিস্তফ পিয়াতেক, ক্যারল সুইডারস্কি।

২৩. বেলজিয়াম

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সিমন মিনিওলে, কোয়েন ক্যাসটিলস;

ডিফেন্ডার: ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের;

মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনা, ইয়ানিক কারাসকো, থরগ্যান হ্যাজার্ড;

ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসার্ড।

২৪. ক্যামেরুন

গোলরক্ষক: সাইমন এনগাপান্ডুয়েতনবু, ডেভিস এপাসি, আন্দ্রে ওনানা

ডিফেন্ডার: নিকোলাস এনকোলো, ক্রিস্টোফার উওহ, নুহো টোলো, অলিভিয়ের এমবাইজো, কলিন্স ফাই, জিন-চার্লস ক্যাসটেলেট্টো, এনজো ইবোসে।

মিডফিল্ডার: অলিভিয়ের এনচাম, পিয়ের কুন্দে, মার্টিন হংলা, স্যামুয়েল গয়েট, গেয়েল ওন্ডুয়া, আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা, জেরোম এনগম

ফরোয়ার্ড: মৌমি এনগামালেউ, জর্জেস-কেভিন এনকৌডু, ভিনসেন্ট আবুবাকর, কার্ল টোকো একামবি, জিন-পিয়েরে এনসামে, ব্রায়ান এমবেউমো, এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং, ক্রিশ্চিয়ান বাসোগগ, মারউ সোয়াইবো।

২৫. মার্কিন যুক্তরাষ্ট্র

গোলরক্ষক: ইথান হরভাথ, শন জনসন, ম্যাট টার্নার

ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, সার্জিনো ডেস্ট, অ্যারন লং, শাক মুর, টিম রেম, অ্যান্টোনি রবিনসন, জো স্কালি, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, ওয়াকার জিমারম্যান

মিডফিল্ডার: ব্রেন্ডন অ্যারনসন, কেলিন অ্যাকোস্টা, টাইলার অ্যাডামস, লুকা দে কা টোরে, ওয়েস্টন ম্যাকেনি, ইউনুস মুসাহ, ক্রিশ্চিয়ান রোল্ডান

ফরোয়ার্ড: জেসুস ফেরেইরা, জর্ডান মরিস, ক্রিশ্চিয়ান পুলিসিক, জিও রেইনা, জশ সার্জেন্ট, টিম ওয়েহ, হাজি রাইট।

২৬. ওয়েলস

গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস

ডিফেন্ডার: বেন ডেভিস, বেন কাবাঙ্গো, টম লকিয়ার, জো রোডন, ক্রিস মেফান, ইথান আমপাদু, ক্রিস গুন্টার, নিকো উইলিয়ামস, কনর রবার্টস

মিডফিল্ডার: সোর্বা থমাস, জো অ্যালেন, ম্যাথু স্মিথ, ডিলান লেভিট, হ্যারি উইলসন, জো মরেল, জনি উইলিয়ামস, অ্যারন রামসি, রুবিন কলউইল।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন, ড্যান জেমস। 

২৭. সুইজারল্যান্ড

গোলরক্ষক: গ্রেগর কোবেল, ফিলিপ কোহন, জোনাস ওমলিন, ইয়ান সোমার

ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি, ইরে কমার্ট, নিকো এলভেদি, রিকার্ডো রদ্রিগেজ, ফ্যাবিয়ান শার, সিলভান উইডমার

মিডফিল্ডার: গ্রানিত জাকা, এডিমিলসন ফার্নান্দেজ, ফ্যাবিয়ান ফ্রেই, রেমো ফ্রেউলার, আরডন জাশারি, ফ্যাবিয়ান রাইডার, জেরদান শাকিরি, জিব্রিল সো, রেনাতো স্টেফেন, ডেনিস জাকারিয়া, মিশেল এবিশার

ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো, ক্রিশ্চিয়ান ফাসনাখ্ট, নোয়াহ ওকাফোর, হারিস সেফেরোভিক, রুবেন ভার্গাস।

২৮. ক্রোয়েশিয়া

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভো গ্রবিচ, ইভিকা ইভুসিচ

ডিফেন্ডার: জোসিপ স্ট্যানিসিচ, বোর্না সোসা, জোসকো গারদিওল, দেজান লোভরেন, বোর্না বারিসিচ, ডোমাগোজ ভিদা, জোসিপ জুরানোভিচ, মার্টিন এরলিক, জোসিপ সুতালো

মিডফিল্ডার: লুকা মড্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও প্যাসালিচ, নিকোলা ভ্লাসিচ, ক্রিস্তিয়ান জ্যাকিচ, লোভরো মাজার, লুকা সুসিচ

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মার্কো লিভাজা, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিক, আন্তে বুদিমির।

২৯. অস্ট্রেলিয়া

গোলরক্ষক: ম্যাট রায়ান, অ্যান্ড্রু রেডমাইন, ড্যানি ভুকোভিচ

ডিফেন্ডার: আজিজ বেহিস, মিলোস ডিজেনেক, বেইলি রাইট, হ্যারি সাউটার, ফ্রাঁ কারাসিক, নাথানিয়েল অ্যাটকিনসন, জোয়েল কিং, কাই রোলস, টমাস ডেং

মিডফিল্ডার: অ্যারন মুয়, জ্যাকসন আরভিন, আজডিন হরাস্টিক, রিলি ম্যাকগ্রি, ক্যামেরন ডেভলিন, কেনু ব্যাকস।

ফরোয়ার্ড: ম্যাথু লেকি, আওয়ার ম্যাবিল, জেমি ম্যাক্লারেন, মিচেল ডিউক, মার্টিন বয়েল, ক্রেইগ গুডউইন, গ্যারাং কুয়োল, জেসন কামিংস।

৩০. কানাডা

গোলরক্ষক: মিলান বোরজান, জেমস প্যানটেমিস এবং ডেইন সেন্ট ক্লেয়ার

ডিফেন্ডার: অ্যালিস্টার জনস্টন, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্যাম আদেকুগবে, স্টিভেন ভিটোরিয়া, কামাল মিলার এবং জোয়েল ওয়াটারম্যান

মিডফিল্ডার: স্টিফেন ইউস্ট্যাকিও, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, মার্ক-অ্যান্টনি কায়, স্যামুয়েল পিয়েট, লিয়াম ফ্রেজার, ইসমায়েল কোন এবং ডেভিড ওদারস্পুন।

ফরোয়ার্ড: আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড এবং সাইল লারিন, তাজন বুকানন, লুকাস ক্যাভালিনি, জুনিয়র হোয়েলেট, এবং আইকে উগবো।

৩১. কোস্টারিকা

গোলরক্ষক: কেইলর নাভাস, এস্তেবান আলভারাডো, প্যাট্রিক সিকুইরা

ডিফেন্ডার: ফ্রান্সিসকো ক্যালভো, জুয়ান পাবলো ভার্গাস, কেন্ডাল ওয়াস্টন, অস্কার ডুয়ার্টে, ড্যানিয়েল চ্যাকন, কিশার ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্রায়ান ওভিয়েডো, রোনাল্ড মাটাররিটা

মিডফিল্ডার: ইয়েলটসিন টেজেডা, সেলসো বোর্হেস, ইউস্টিন সালাস, রোয়ান উইলসন, গেরসন টরেস, ডগলাস লোপেজ, জুইসন বেনেট, আলভারো জামোরা, অ্যান্টনি হার্নান্দেজ, ব্র্যান্ডন আগুইলেরা, ব্রায়ান রুইজ

ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল, অ্যান্টনি কন্টেরাস, জোহান ভেনেগাস।

৩২. জাপান

গোলরক্ষক: শুইচি গোন্ডা, ইজি কাওয়াশিমা, ড্যানিয়েল শ্মিট

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি সাকাই, ইউটা নাকায়ামা, শোগো তানিগুচি, কো ইতাকুরা, মিকি ইয়ামানে, হিরোকি ইতো

মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, হিডেমাসা মরিতা, আও তানাকা, দাইচি কামাদা, জুনিয়া ইতো, কাওরু মিতোমা, তাকুমি মিনামিনো, ইউকি সোমা, গাকু শিবাসাকি, তাকেফুসা কুবো, রিতসু দোয়ান

ফরোয়ার্ড: ডাইজেন মায়েদা, তাকুমা আসানো, আয়াসে উয়েদা।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

7h ago