লাখাইয়ে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জি কে গউছসহ দলটির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার বিকেলে উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বাদী হয়ে লাখাই থানায় মামলাটি করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া জানান, ৪৫ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

এদিকে বিএনপির অভিযোগ, গতকাল লাখাই উপজেলায় বিএনপির সভায় হামলা করেছে পুলিশ। এ হামলায় বিএনপির ৩০ নেতাকর্মী আহতও হয়েছেন।  

বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জি কে গউছ জানান, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাই উপজেলা বিএনপি উদ্যোগে গতকাল প্রস্তুতি সভার আয়োজন করা হয় স্থানীয় দারগ আলী মার্কেটের সামনে। সন্ধ্যায় নেতাকর্মীরা সেখানে পৌঁছালে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, উপ-পরিদর্শক দেবাশীষের নেতৃত্বে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। পুলিশের হামলায় এ সময় বিএনপির ৩০ নেতাকর্মী আহত হন।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নুনু মিয়া বলেন, 'তাদের অভিযোগ সত্যি নয়।'

বিএনপির নেতাকর্মীদের হামলায় ৮ পুলিশ আহত হয়েছেন বলে গতকাল জানিয়েছিলেন লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

 

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

24m ago