নরসিংদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে ।

নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইলের বেলদোয়া থানার শুক্কুর আলীর ছেলে আমির হামজা (৩৫) ও নরসিংদীর পাঁচদনার ইউনিয়নের কামারচর এলাকার একাব্বর মিয়ার ছেলে মজিবুর রহমান (৪০)।

দুর্ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে অটোরিকশাটি ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। এটি ঘোড়াশাল-নরসিংদী আঞ্চলিক সড়ক ধরে ভাটপাড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

মাধবধী থানার পুলিশ উপপরিদর্শক জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Around 100 injured in clash between students in Jatrabari

Scores of people were injured as students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

5h ago