সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

আটক রাসেলের (৩২) গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপান্না এলাকায়। তিনি আশুলিয়ার ইসলামপুর এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আজ বুধবার সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'র‍্যাবের সহযোগিতায় আমরা গতরাতে রাসেলকে আটক করেছি। তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।'

মো. আবুবক্কর সিদ্দিকী সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে চলমান সার্ভে সেটেলমেন্ট কোর্সে প্রশিক্ষণে আছেন।

সোমবার ঢাকায় তার মাকে দেখে রাতে তিনি প্রশিক্ষণকেন্দ্রে ফিরছিলেন। সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, টাকা নিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত এসি ল্যান্ডের ভগ্নীপতি অজ্ঞাত ৬ ছিনতাইকারীকে আসামি করে গতকাল মামলা করেছেন। মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।' 

গ্রেপ্তার রাসেলকে আদালতে হাজির করলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

10h ago