বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআইর সহকারী পরিচালক নিহত

মো. আল আমিন। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কলাপাড়া থেকে বরগুনা যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তারা আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন। সেসময় তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন এবং তার সঙ্গে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন। নিহতের মরদেহ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার এ বিষয়ে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Yunus calls for united action to tackle climate crisis

Focuses on youth potential for green growth and sustainability

1h ago